নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়াও সাইকলিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ) সকালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয় নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর এ্যাড: আতাউর রহমান বাচ্চু, অ্যাথলেটিক্স কমিটির আহবায়ক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: হেমায়েতুল হক হিমু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক আল-আমিন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক ও জেলা জজ কোর্টের পিপি এড, আব্দুল হক, ক্রীড়া সংস্থার সদস্য শামীম হোসেন, মোতাসিম বিল্লাহ,শামিম হোসেন, হামিদুল হক তনু,ক্রীড়া সংস্থার অফিস সহকারী সুবোধ বিশ্বাসসহ প্রমুখ। দুদিনে মোট ৪৩ টি ইভেন্টে ৩ টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সমাপনি দিনে সাইকলিং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হবে।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদানের পর আসন গ্রহণ পরে নড়াইল জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা জাকারিয়া হুসাঈন পবিত্র কুরআন তেলয়াত করেন এবং সুবোধ বিশ্বাস গীতা পাঠ করেন এবং সাথী ও ফারহানা ইসলাম ক্রীড়া শপথ পাঠ করান। এবং নারী খেলয়ার মশাল প্রজ্জ্বলন করে।