নড়াইল অফিস :
পরিষদের সেবা ও কার্যক্রম সম্পর্কে ইউনিয়নবাসীকে জানানোর লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে দুদিন ব্যাপী ইউনিয়ন সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রাত পর্যন্ত চলে এ মেলা। দুদিন ব্যাপী এই মেলায় ১৬টি স্টলের মাধ্যমে ইউনিয়নবাসীর বিভিন্ন সম্পর্কে অবহিতকরণ, গত এক বছর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হচ্ছে। মেলায় গুণিজন সংবর্ধনা, কৃষক সংবর্ধনা, লাঠিখেলা, মিঠা উৎসব সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে কয়েকশথ দোকানপাট বসেছে। খাশিয়াল ইউপি চেয়ারম্যান বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জোবায়ের হোসেন চৌধুরী এবং সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
