হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল ও বেড় জাল বিতরণ

নড়াইল অফিস:

নড়াইলে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল ও বেড় জাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৪০ জন দরিদ্র জেলের মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল, ২৫ কেজি ছাগলের খাবার, এক প্যাকেট ভিটামিন ও জিংক সিরাপ দেয়া হয়েছে।

এছাড়া ৫টি গ্রুপের (প্রতিটি গ্রুপে ৮জন) প্রতিটি গ্রপে এক সেট করে বেড়সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানসহ জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, উপকারভোগী জেলেরা এ সময় উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন