হোম খুলনানড়াইল নড়াইলে তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নড়াইলে তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় দিনব্যপি ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূলে ওষুধ বিতরণ করা হয়েছে। এসময়  প্রায় শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ দেয়া হয়।

শনিবার ( ফেব্রুয়ারী) সকাল টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

পঙ্গু হাসপাতাল, যশোর এর সৌজন্যে এবং হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় ক্যাম্পটিতে সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। 

দিনব্যাপী আয়োজিত ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আয়োজনে এলাকাবাসী অনেক উপকৃত হয়েছেন আগামীতেও আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসক অধ্যাপক এইচ এম আব্দুর রউফ বলেন, আমার কাছে চিকিৎসা সেবা নিতে লোহাগড়ার ছুটে যায়, আমি মনে করি আমার লোহাগড়ার মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তাই আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় আমার মেডিকেল টিমসহ এসেছি এবং চিকিৎসা সেবা প্রদান করছি। আগামীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, এমন উদ্যোগ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অব্যাহত থাকবে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়া লেখার পাশাপাশি যেন জন মানুষের সেবা দিতে উদ্বুদ্ধ হয়।

সময় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা.পার্থ প্রতিম চক্রবর্তী, যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার মোস্তফা মুনতাসির মামুন, প্রদীপ চন্দ্র সূত্রধর, শান্তনু চক্রবর্তী, মো: মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন।

দিনব্যাপী ফ্রি অর্থপেডিক ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারীপুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন