হোম খুলনানড়াইল নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 150 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল ফেস্টিভ্যাল-২০২৫ এর উদ্বোধন হয়েছে নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২৪ জানুযারি) সকালে নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারি সম্পাদক হেমায়েতুল হক হিমু,সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত: জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় অংশ নেয় লোহাগড়া মহিলা ফুটবল একাদশ ও নড়াইল মহিলা ফুটবল একাদশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন