নড়াইল অফিস :
টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যদূরীকরনের দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বুধবার (২ডিসেম্বর)সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। তাদের দাবী,প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়ন হয়নি,স্বাস্থ্য সহকারীদের ১৩ তম বেতন গ্রেডের আওতায় এনে বৈষম্য দূর করতে হবে।
প্রানী সম্পদ বিভাগের কর্মীদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হলেও তারা মানুষের টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা পাননি।দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন এই ঘোষনা দেন। গত ২৬ নভেম্বর থেকে বেতন বৈষম্য,গ্রেডে উন্নীতকরন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে।