হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জেলা যুব মহিলা লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী উপস্থিত ছিলেন। মঞ্চে ছিলেন না শুধু নড়াইল জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাছিমা রহমান পলি ও যুগ্ম আহবায়ক সুইটি বিশ্বাস।

শিক্ষা শান্তি প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে শুরুতে শিল্পকলা চত্বরে পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার।

পরে শিল্পকলা একাডেমি মিলনয়িতনে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস,প্রধান বক্তা যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

সম্মেলনে জেলার তিনটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি গঠন হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, খুব শীর্ঘ্রই কেন্দ্র হতে জেলা মহিলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান।

সম্মেলনের ব্যানারেও সভাপতির নাম লেখা ছিলো না। কেন উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের উত্তরে নাছিমা রহমান পলি বলেন, সম্মেলনের ব্যাপারে আমাকে এবং যুগ্ম আহবায়ক সুইটি বিশ্বাসকে জানানো হয়নি। তিনি অভিযোগ করেন, তিনটি উপজেলাতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী ও নড়াইল জেলা আহবায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা মিলে কমিটি করেছে। সেখানেও আমাদেরকে ডাকা হয়নি। কি কারনে আমাদেরকে বাদ দেয়া হয়েছে তাও বোধগম্য নয়। কোন ভুল থাকলে আমাদেরকে শুধরিয়ে নিতে পারতেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন