নড়াইল অফিস :
নড়াইলে জাসদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।জাসদের ৫০ বছর পূর্তির কর্মসূচীর ঘোষনা শুরু হয় মশাল মিছিলের মধ্য দিয়ে। শনিবার(১ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল শহরের পৌরসভা চত্ত¡র থেকে একটি মশাল মিছিল বের হয়ে চৌরাস্তা হয়ে শহীদ মিনার চত্ত্বরে প্রদক্ষিণ করে। পরে পৌরসভা এলাকায় এসে শেষ হয়। এখানে পথসভায় বক্তব্য দেন জাসদের নড়াইল জেলা সভাপতি এড.সালাম খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক খান সাইফুল ইসলাম,সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আকরাম ফারাজী,কালিয়া উপজেলা জাসদের সাধারন সম্পাদক মুজিবর রহমান,লোহাগড়া উপজেলা জাসদের সাধারন সম্পাদক মো.আব্দুল্লাহ প্রমুখ। ৩১ অক্টোবর জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে নড়াইল জেলা জাসদ।
