হোম ফিচার নড়াইলে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

মোস্তফা কামাল,নড়াইল :

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর গ্রামের মো.মশিয়ার মোল্যার ছেলে মো.মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মো.হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মো.ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মো.ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মো.মুস্তাাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো.জবির মোল্যার ছেলে মো.কুরবান মোল্যা (৪৫)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান,আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

এ ঘটনায় দিনে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন