নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৯৮,৫৬২ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে । সারাদেশ ব্যাপি জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৯০৭ জন শিশুকে ১ টি করে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬,৬৫৫ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল মোট ৯৮,৫৬২ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই কাজ বাস্তবায়নে ২৫৯ জন নিয়মিত কর্মীর পাশাপাশি ৯৯৬ কেন্দ্রে ১৯৯২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
সকাল সাড়ে ১০ টায় নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, সিভিল সার্জন অফিসের ডাঃ ইসমাইল হোসেন, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।