নড়াইল প্রতিনিধি:
বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যের আলোকে নড়াইলে ‘কন্যাশিশু দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি মো,আজিজুল ইসলাম,সিনিয়ার সাংবাদিক মোস্তফা কামাল,সাংবাদিক জিয়াউর রহমান জামি, এনজিও প্রতিনিধি , সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সংগঠনের প্রতিনিধিগন।
সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন বলেন, সরকারি-বেসরকারি সকল বিনিযোগে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কন্যাশিশুরা যেনো সমাজে অবহেলিত না হয় সে জন্য সরকার কন্যাশিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে।