নড়াইল অফিস :
নড়াইলে জলবায়ু সহনশীল প্রযুক্তির মাধ্যমে ফসল ও মাটির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষন দেয়া হয়েছে। বৃহস্পতিবার(২০অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি মিলনায়তনে সদরের ৪০ জন কৃষক প্রশিক্ষনে অংশ নেয়। জেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে বাংলাদেশ কৃষি গবেষনা ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে খরা প্রবন এলাকায় প্রযুক্তি ব্যবহার করে পানির ব্যবহার কমানো এবং মাটির উর্বরতা বাড়তে নানা ধরনের প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। কৃষকদের গম চাষে উদ্বুদ্ধ করতে গমের উপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষনা ফাউন্ডেশন এর সিনিয়র স্পেশালিষ্ট(জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ) ড.মোঃ মনোয়ার করিম খান। প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ গম ও ভ’ট্টা গবেষনা ইনষ্টিটিউট প্রধান ড.মোঃ ইলিয়াছ হোসেন। নড়াইল কষি স্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো.রোকনুজ্জামান,জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,সদরের অতিঃ কৃষি অফিসার ইভা মল্লিক, জেলা কৃষি সম্প্রসারন অফিসার সৌরভ দেবনাথ।
