নড়াইল অফিস :
“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই প্রতিপাদ্যতে সামনে রেখে নড়াইলে জনশুমারি ও গৃহগণনা এর উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বুধবার সকালে নড়াইল জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় বলেন জাতীয় পরিকল্পনা প্রণয়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম জনশুমারিতে নিজেই নিজের তথ্য ফরম পূরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, এবারে জনশুমারিতে জেলায় মোট ১ হাজার ৫৮৭জন গণনাকারী, ২৫৫জন সুপারবাইজার, ১৪জন জোনাল অফিসার, ১৪জন আইটি সুপাভাইজার, সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার জন্য ৩জন উপজেলা শুমারি সমন্বয়কারী এবং ১জন জেলা শুমারি সমন্বয়কারি নিয়োজিত থাকবেন। শুমারি কর্মীবৃন্দ প্রতি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এজন্য সঠিক তথ্য প্রদান করে সংগ্রহকারীকে সহযোগিতার আহবান জানান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের রুপগঞ্জ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওমর ফারুক, জিপি এড. অচিন চক্রবর্ত্তি, জেলা স য় কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচলক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ভিন্ন শ্রেনীপেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ । উল্লেখ্য, জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ১৫ জুন থেকে আগামী ২১জুন পর্যন্ত চলবে।