নড়াইল প্রতিনিধি :
কালিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হত্যা মামলার আসামি ছাব্বির শেখসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ছাব্বির শেখ কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে। গ্রেপ্তার অন্য দুইজন হলেন ছাব্বির শেখের ভাই নিষাণ শেখ (২১) এবং অন্যজন একই এলাকার জাহিদ মোল্যা (৫৫)। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামী ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিলো। এ সময় পুলিশের গতিরোধ করে আসামীর স্বজনরা মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আসামি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়। আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে আজ সকালে আসামি ছাব্বির ও তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গতকাল পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ আরো দুইজনকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে কলেজ শিক্ষার্থী নাসিম শেখ আরবি পড়ে বাড়ির ফেরার পথে চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় শব্দ শুনে স্থানীয় লোকজন দৌড়ে এলে তারা আহত নাসিমকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর মা তানিয়া সুলতানা জোনাকী বিজ্ঞ আমলী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন।