নড়াইল অফিস :
নড়াইলে চা বিক্রেতাদের সাথে মত বিনিমিয় ও চা তৈরীর সামগ্রী বিতরণ করেছেন ক্যাবল এসোসিয়েশনের নড়াইল ভিশনের পরিচালক ও জেলা যুব লীগের আহবায়ক মোঃ অহিদুজ্জামান। শনিবার ১৪ নভেম্বর দুপুরে উৎসব কমিনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা কামাল, নিরাপদ সড়ক ও রেলপথের কেন্দ্রীয় সহ সভাপতি সৈয়দ খায়রুল ইসলামসহ ৩শতাধিক চা বিক্রেতা।
নড়াইল পৌর এলাকার ৩শজন চা বিক্রেতাকে ছয়টি কাপ, ছয়টি গøাস, একটি কেদলী, একটি চা ছাকনী ও তিনটি চামস প্রদান করে। চা বিক্রেতারা এ সব সামগ্রী পেয়ে আনন্দীত। তারা বলেন, এ প্রথম তাদের সুখ দুখের কথা শুনে নড়াইল ভিশনের পরিচালক ও জেলা যুব লীগের আহবায়ক মোঃ অহিদুজ্জামান তাদের এ সব উপহার প্রদান করেছেন।
