হোম খুলনানড়াইল নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
একুশে পদকপ্রাপ্ত চারনকবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৪ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উন্মুক্ত বিজয়গীতি পরিবেশনা সহ নানা আয়োজন ছিলো। চারনকবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবি বিজয় সরকারের প্রতিকৃতিতে আমন্ত্রিত অতিথিরা পুস্পমাল্য প্রদান করেন। এরপর মঙ্গল প্রদীপ জ¦ালিযে কবির বিদেহী আতœার শান্তি কামনা করা হয়। নড়াইলের জেলা প্রশাসক ও বিজয় সরকার ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান,ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আকরাম শাহীদ চুন্নু, সাবেক পিপি এড.ইকবাল হোসেন সিকদার,জামায়াতের জেলা আমীর এড.আতাউর রহমান বাচ্চু,কবি এইচ এম সিরাজ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

“এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে । পোষা পাখি উড়ে যাবে সজনি গো আমি একদিন ভাবিনী মনে,ও তুমি জাননা জানোরে প্রিয় তুমি মোর জীবনের সাধনা এই সব বিখ্যাত মরমী গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকার। বিরল ব্যক্তিত্ব ও প্রতিভা সম্পন্ন এই আধ্যাতিœক পুরুষের গান আজো দেশের আনাচে কানাচে মানুষের মুখে মুখে চলে আসছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন