নড়াইল প্রতিনিধিঃ
২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগের সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭জন সেনা অফিসার ও বিডিআর সদস্য সহ ৭৪জনকে হত্যার বিচার দাবি, চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাকরীতে পূনবহালসহ ৩ দফা দাবিতে নড়াইলে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। রোববার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে চাকরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য ও পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তরা বলেন,প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গনহারে গ্রেপ্তার যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধার মাধ্যমে পুনরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে। এছাড়া ৩ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে দাবি সম্বলিত লিপলেট বিতরন করা হয়। চাকুরীচুত বিডিআর সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ততকালিন বিডআরের চাকরিচ্যুত নায়েক সুবেদার তৌহিদুল আলম, নায়েক সুবেদার আব্দুস সবুর, ল্যান্সনায়েক তসিকুল ইসলাম, হাবিলদার তরিকুল ইসলাম, বিডিআর স্বজন জান্নাতি ফেরদৌস রুপা প্রমূখ।