হোম খুলনানড়াইল নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব প্রতিযেগিতা

নড়াইল অফিস:

নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর রোববার দিনব্যাপি চলো পাল্টাই বাংলাদেশ এই উৎসবের আয়োজনে করে। উৎসবে দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে চলো পাল্টাই বাংলাদেশের অফিস চত্বর । শত শত মানুষের মিলনমেলায় পরিণত হয়।

স্টলে স্টলে সাজানো ছিল বাহারি নকশা ও স্বাদের পিঠার পসরা। চিতই পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, হাত আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ঝুনঝুনিপাকান, ভাজা পিঠা, তকতি পিঠা, নকশা পিঠা, তারা পিঠা, পাটিসাপ্টা, পুলি পিঠা, সহ নানা নামের পিঠার সমাবেশ ঘটে এ পিঠা উৎসবে।

৬টি স্টলে দলে দলে বিভক্ত হয়ে স্থানীয় ৪০ জন নারী পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। পরে আয়োজকরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি বালিয়া বিদ্যালয়ে শিক্ষিকা জেসমিন আরা ও নাজনিন সুলতানা, চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খানসহ প্রতিষ্ঠানের সদস্যরা ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন