হোম খুলনানড়াইল নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্নহত্যা

নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্নহত্যা

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মিষ্টি খানম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্নহত্যা করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ আত্নহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের সজিব শেখের মেয়ে.ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিষ্টি নামে ওই স্কুলছাত্রী তার মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নেয়। এরপরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি নিয়ে অভিমানে সে আত্নহত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনাটি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন