হোম অন্যান্যসারাদেশ নড়াইলে খেজুর রসের ঐতিহ্য ফেরাতে ঊষার আলো ফাউন্ডেশনের দুই সহস্রাধিক খেজুর চারা ও বীজ রোপণের উদ্যোগ

নড়াইল অফিস:

নড়াইল এক সময় খেজুরের রসের জন্য বিখ্যাত ছিল। পুরোনে সেই ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নড়াইলের একটি সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন। সংগঠনটি দুই সহস্রাধিক খেজুর চারা ও বীজ রোপণ কর্মসূচি গ্রহন করেছে । শনিবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: তারেক আল মেহেদী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতী রানী বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, কোষধ্যক্ষ রাফায়েতুল হক তমাল, ঊষার আলো শিক্ষার্থী সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান মুন্না, কার্যকরী সদস্য এসএম সালাউদ্দিন, মাহফুজ আহসান, রাকিবুল ইসলাম, আব্দুল কাদের, নাজমুল ইসলাম, মুনাওয়ার হোসাইন আসিফ, ইবাদত মোল্লা, জিহাদ, রাজু প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে খেজুর চারা রোপণের পাশাপাশি রাস্তার দু’পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বকুল, কদম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, আমাদের সচেতনতার অভাবে দিনদিন এদেশের নানা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই খেজুর রসের ঐতিহ্য এখন হারানোর পথে। এখন সারি সারি খেজুর গাছ আর তেমন চোখে পড়েনা। তাইতো আমরা দুই সহস্রাধিক খেজুর চারা রোপণের উদ্যোগ গ্রহন করেছি।

মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, গ্রিন ও ক্লিন নড়াইল গড়ার উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন এ কাজে নেমেছে। আমরা তাদের সার্বিক সহায়তা করছি। বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের জন্যও আমরা উদ্যোগ নিয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সুমিষ্ট খেজুর রস বৃহত্তর যশোর অ লের একটি ঐতিহ্য। এ ঐতিহ্য ফেরাতে রাস্তার দু’পাশে খেজুর চারা রোপণের যে উদ্যোগ ঊষার আলো যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আমরা তাদের এই মহতি কাজের সাথে আছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন