নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলায় যোগানীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধুমতি কেবল টিভি নেটওয়ার্কের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় খুলনা বিভাগের বাংলাদেশ টিলিভিশন লাইসেন্স পরিদর্শক শেখ আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার যোগানীয়া বাজারে অবস্থিত মধুমতি কেবল টিভি নেটওয়ার্ক সরকারি নির্দেশ অমান্য করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার, নিজস্ব কেবল টিভিতে বিজ্ঞাপন প্রচার ও অন্য জেলার সিগনাল ব্যবহার করে ব্যবসা করছিলো। অবৈধ ব্যবসার দায়ে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে মধুমতি কেবল টিভি নেটওয়ার্কের মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনা করার দায়ে মিজানুরকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত ধাকবে।