নড়াইল অফিস :
শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন হাসপাতালে কিডনি রোগিদের জন্য ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে। এখন থেকে কিডনি রোগিদের ডায়ালাইসিসের জন্য বাইরের কোন জেলায় যেতে হবেনা।
বেসরকারি উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জে এম আই গ্রুপের প্রতিষ্ঠাতা মো.আব্দুর রাজ্জাক এই মেশিনটি শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা,বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাসবোস,পুলিশ সুপার মোসাম্মাৎ সাদিয়া খাতুন,সিভিল সার্জন ডাঃনাছিমা আক্তার,শরীফ আশরাফুজ্জামান প্রমুখ। অণুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাশরাফি বিন মোর্তজা বলেন,অবহেলিত নড়াইলবাসির কষ্টের কথাচিন্তা করে গত বছরের ১৩ নভেম্বর জেএমআই লিমিটেডের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে ফাউন্ডেশনের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ সেই স্বপ্ন পূরণ হলো। তিনি বলেন,৭০ লাখ টাকা ব্যয় হলেও এখন থেকে আমার নড়াইলের কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য অন্য জেলায় যেতে হবে না।তিনি জেএমআইএর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেএমআই গ্রপের প্রতিষ্ঠাতা মো.আব্দুর রাজ্জাক বলেন,বছরে ৪ হাজার রোগি এখান থেকে ডায়ালাইসিস করতে পারবেন।জাপানী যন্ত্রপাতি এবং দক্ষ কারিগর দিয়ে তৈরি এই ডায়ালাইসিস মেশিন। আশাকরি দক্ষ চিকিৎসক ও সেবিকা দিয়ে কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হবে।
এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন,প্রতি কিডনি রোগীদের ডায়ালাইসিস করতে এক হাজার ৯০০ টাকা খরচ পড়বে।
মাশরাফি তার বক্তব্যে বলেন ,মানুষ সুন্থ থাকলেই সব কিছু করতে পারে, সুস্থ থাকলে আর দশ জনের সেরা করা যায়। মানুষের জন্য সেই চেস্টায় করছি।
