নড়াইল অফিস :
নড়াইলে কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে কালের কন্ঠের যুগপূর্তি উৎসব পালিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকালে এই উপলক্ষে কালের কন্ঠের প্রতিনিধির কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
কালেরকন্ঠ শুভ সংঘের সভাপতি ড. মশিউর রহমান এর সভাপতিত্বে যুগপূর্তির শুভেচ্ছা আলোচনা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, জেলা পরিষদ সদস্য এড. রওশন আরা কবীর, নড়াইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভপাতি মুনীর চৌধুরী, সিনিয়ির সাংবাদিক মোস্তফা কামাল, শুভ সংঘের সাংগাঠনিক সম্পাদক লায়লা সুমন পশমী, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক গাজী মাফুজুর রহমান, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এম এম ওমর ফারুক, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক এস কে সুজয়, সাংবাদিক আল আমিন, শুভসংঘের নাজিয়া লায়লা প্রিয়তি প্রমুখ।
বক্তরা বলেন, দেশের অনেক পত্রিকার ভিড়ে থেকে সহজেই পাঠকরা কালের কন্ঠকে খুজে পান। অনেক পত্রিকা ঢাকঢোল পিটিয়ে শুরু করলেও অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায়। কিন্তু কালের কন্ঠ আজ এক যুগপূর্তি আনুষ্ঠান পালিত হলো। দিন দিন এ পত্রিকাটি আরো মানুষের কাছে পৌছে যাচ্ছে। উপস্থিত সকলে কালেরকন্ঠের বস্তুনিষ্টতার প্রসংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পরে কেক কেটে যুগপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।