নড়াইল অফিস :
নড়াইলে কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাব এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও রক্তদান কর্মসুচি পালন করা হয়। বিভিন্ কাজের জন্য সম্মাননা প্রধান করা হয়। কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ক্লাবের আহ্বাযক শাহবাজ উদ্দিন সজীব এর সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের আহ্বায়ক তাদের বিগত দিনের সকল কর্মকান্ড আগতঅতিথিদের সামনে তুলে ধরে আগামী দিনের তাদের লক্ষ্যসমূহ উপস্থাপন করেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা শেষে ক্লাবের পক্ষ থেকে ৫০ জন রক্তদাতা কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কালাচাঁদপুর গ্রামের কৃতি সন্তান কবি নাজমুস সাকিব কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকল অতিথিবৃন্দদের ক্লাবের সদস্য নাজমুস সাকিবের রচিত “কবিতার ফেরিওয়ালা”বই উপহার হিসেবে প্রদান করা হয়। সবশেষে দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে শেষ হয়।
