হোম অন্যান্যসারাদেশ নড়াইলে করোনায় এক সপ্তাহে মারা গেছে ৮ জন,সদর হাসপাতালে নতুন করোনা ওয়ার্ড। সপ্তাহে পরীক্ষা বিবেচনায় আক্রান্ত ২৮ শতাংশ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নড়াইল সদর হাসপাতালে আরো ৩০ শয্যা করোনা ইউনিট বাড়ানো হয়েছে। গত ৭দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্ততঃ ৮জন। ৭ দিনে ৮৭৩ নমুনা পরীক্ষায় ২৪৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ শতাংশ।

এর মধ্যে গত ২০ জুন মধ্যরাত থেকে জেলায় ৭দিনের সর্বাতক লকডাউন চলছে। লকডাউনে মানুষকে ঘরে রাখতে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসন। ২২ জুন দিনভর প্রশাসন ৫৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে। নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে ২০ টি বেডের করোনা ওয়ার্ড পরিপূর্ন হওয়ায় নতুনকরে পূরুষ ওয়ার্ড বন্ধ করে সেখানে ৩০ বেডের করোনা ইউনিট করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার জানান, জেলায় বর্তমানে ৪২০ জন করোনা রোগী রয়েছে যার মধ্যে ২২ জন সদর হাসপাতালে ভর্তি আছে,বাকি ৩৯৮জন বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া সদর হাসপাতালের তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে আছেন ৯৫ জন। জেলায় এযাবত ৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন