হোম অন্যান্যসারাদেশ নড়াইলে কন্যা শিশু দিবস পালিত

নড়াইল অফিস:

‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যের আলোকে নড়াইলে ‘কন্যাশিশু দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকলে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর, নড়াইলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা মহিলা বিষয়ক অধিদফতর, নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সংগঠনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন বলেন, সরকারি-বেসরকারি সকল বিনিযোগে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কন্যাশিশুরা যেনো সমাজে অবহেলিত না হয় সে জন্য সরকার কন্যাশিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন