হোম খুলনানড়াইল নড়াইলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাখি বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে  নিজ বসতবাড়ি হতে তাকে আটক করা হয়। সে লোহাগড়া থানার পূর্ব চর কালনা এস এম অহিদুজ্জামানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত¡াবধানে এসআই শেখ মোঃ জাকির হোসেন ও এএসআই রেশমা খাতুন সঙ্গীয় ফোর্সসহ আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে লোহাগড়া থানার পূর্ব চর কালনা গ্রামের আসামীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে লাখি বেগমকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন