হোম ফিচার নড়াইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নড়াইল অফিস :

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানার ফুলদা গ্রামে অভিযান চালিয়ে ৫৮ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ২ আগস্ট দুপুরে আকিদুল ইসলাম (৩০) নামের ওই যুবক কে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। আটকৃত আকিদুল ইসলাম ফুলদা গ্রামের মৃত- শরীয়ত উল্লাহর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানায়,নড়াইল পুলিশ সুপার এর নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানার ফুলদা গ্রামে অভিযান চালিয়ে আকিদুল ইসলাম (৩০) নামে ওই যুবক কে আটক করা হয়। গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। এসময় আসামীর কাছ থেকে ৫৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন কে আটক করতে সক্ষম হয়েছি । আসামীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন