নড়াইল প্রতিনিধি :
নড়াইলে করোনা ভাইরাস সন্দেহে ইতালী থেকে ১৩দিন আগে আসা এক প্রবাসীকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার(১২মার্চ)থেকে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বলে জানা গেছে। তার বাড়ী নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামে ।নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিদেশ ফেরত ওই ব্যক্তি সামাজিকভাবে যাতে আতংকের কারণ কিংবা হেয় প্রতিপন্ন না হয় সেজন্য তার নাম পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।তবে তিনি ভাল আছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়,করানো ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে নড়াইল জেলা প্রশাসন ও সিভিল সার্জন দফতর। জেলার আধুনিক সদর হাসপাতাল,কালিয়া ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।করোনা ভাইরাস সন্দেহে আগতদের নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান,‘বিদেশ ফেরত ব্যক্তিকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রেখে তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বুঝা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি-না ! এর আগে এ নিয়ে আতংকিত হবার কিছু নেই।’
সিভিল সার্জন ডা.আবদুল মোমেন বলেন,‘দেশের বাইরে থেকে কেউ নড়াইলে প্রবেশ করলে কমপক্ষে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।তাদের শরীর ও তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীদের বলা হয়েছে।