হোম খুলনানড়াইল নড়াইলে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা:দুই জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত

নড়াইলে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা:দুই জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ 

চাঞ্চল্যকর ইজিবাইক চালককে হত্যা মামলায় নড়াইলে দুই আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। সোমবার(১৯ মে) দুপুরে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ডপাপ্ত আসামীরা হলো সদরের কোমখালী গ্রামের মঞ্জুর শেখের পুত্র মো.শাহিন শেখ একই গ্রামের আজিবর খায়ের পুত্র মো.রমজান খা। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো: চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো: আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া। জিডি দায়েরের দিন সকাল সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়াগাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।পুলিশ তদন্ত শেষে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে। মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো: শাহিন শেখ মো: রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। মামলার অপর আসামি মো: মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন