নড়াইল অফিস :
নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনী কার্যালয় হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের লোহাগড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল সিকদারের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর করা হয়। এরই প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ডিসেম্বর) বিকেলে কালনা বাজারে নজরুলের কর্মীসমর্থকরা এসব কর্মসূচি পালন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১৯ডিসেম্বর) রাত ৮টার দিকে নজরুল সিকাদার তার কর্মীসমর্থকদের নিয়ে কালনা বাজারে নিজের কার্যালয়ে মিটিং করছিলেন। এ সময় ৩০/৪০জনের একটি দল লাঠিশোঠা নিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়ে নজরুল সিকদারের আনারস প্রতিকের কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়।
২০/২৫ মিনিটব্যাপি তান্ডব কালে তারা নজরুলের কার্যালয়ের যাবতীয় আসবাব গুড়িয়ে দেয়াসহ অন্তত ১০টি মটর সাইকেলের ক্ষতি সাধন করে, ছিন্নভিন্ন করে ব্যানার পোষ্টার। হামলাকারিদের লাঠিশোঠার এলোপাথাড়ি আঘাতে এ সময় কমপক্ষে ৫জন আহত হলে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে ডিবি ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ও দোষীদের বিচারের দাবিতে নজরুল সমর্থক এলাকাবাসী সোমবার রাস্তায় নামে। কালনা বাজারে সমবেত জনতা হাতে হাত ধরে মানববন্ধনে সামিল হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ ঘটনার নিন্দাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন বলেন এখনো থানায় এখনো অভিযোগ কোন করেনি, অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।
