নড়াইল অফিস :
নড়াইলে আলোচিত চার বছরের শিশু ধর্ষনের অভিযোগে চিকিৎসক ধর্ষনের আলামত পাবার কথা স্বীকার করলেও পরে তা বদলে দেওয়া হয়। এমন অভিযোগের প্রতিবাদের ডাক্তারদের সম্মেলনে টিম তারুণ্য হানড্রেড নামে তরুণদের সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল বিল্লাহ্কে নানাভাবে দোষারোপ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার রাসেল বিল্লাহ সংবাদ সম্মেলন করেছেন। নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার বেলা ১২টায় আয়েজিত সংবাদ সস্মেলনে করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবি এড,মাহমুদুল হাসান কায়েস,ধর্ষিতার পিতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাসেল বিল্লাহ্ জানান, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হবার পর থেকেই টিমতারুণ্য হানড্রেড তার চিকিৎসাসহ সুবিচার নিশ্চিতে সোচ্চার রয়েছে। এরই অংশ হিসেবে তারা ধর্ষীতার মেডিকেল রিপোর্ট বদলের প্রতিবাদে রাস্তায় নামলে তাদের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ভিত্তিহীন ও অবমাননাকর নানা অভিযোগ উত্থাপন করা হয়। রাসেল বিল্লাহ এর কঠোর সমালোচনা করেন বলেন, সকল অন্যায়, অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার টিন তারুণ্য হানড্রেড মানবিক কারনেই অসহায় পরিবাটির পাশে দাঁড়িয়েছে।
হাসপাতলের কতৃপক্ষ দুনীর্তির মাধ্যমে মিথ্যা মেডিকেল রিপোর্ট দিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে আমার উপর উপর দায় চাপাচ্ছে। তিনি শত বাধা বিপত্তি উপক্ষো করে নির্যাতিতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রসঙ্গত, গত ৩০আগষ্ট ৪ বছরের শিশুটি ধর্ষনের শিকার হয়ে হাসপাতালে আসলে সেসময় দায়িত্বরত চিকিৎসক ধর্ষনের আলামত পাবার কথা জানালেও, পরে অদৃশ্য কারণে শিশুটি ধর্ষীত হয়নি বলে রিপোর্ট দেয়া হয়। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে অসঙ্গতি গোচরিভুত হওয়া নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ নিলুফার শিরিন হাসপতালের রেজিষ্টার খাতাসহ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ ফ ম মুশিউর রহমানকে স্বশরীরে আগামী ২১ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।