হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আ’লীগ নেতার বিরুদ্ধে সুপারি চুরির অপরাধে শিশু নির্যাতন

নড়াইল অফিস :

নড়াইলে আ’লীগ নেতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যার বিরুদ্ধে ১২ বছরের শিশু নির্যাতনের এই অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ৯ মে রোববার রাতে ফেসবুকে পোষ্ট করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিওটি ভাইরাল হয়ে যায় । এরপরই বিষয়টি সকলের নজরে আসে ।

ভিডিওচিত্রে দেখা গেছে, চেয়ারম্যান ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধরসহ লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। এ সময় সাথে থাকা অপর ব্যক্তিও ওই শিশুটিকে মারধর করেন।

খোঁজ নিয়ে জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়। এ মারধরের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ মোঃ ফোরকান মোল্যা চড় থাবার কথা স্বীকার করেন। এবং প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে বলেন আমি ওকে বাঁচিয়ে দিয়েছি । একটু মারধোর করে ওর অভিবাভকের কাছে দিয়ে দিয়েছি তা না হলে ওরা ওকে মেরে ফেলতো। ওনি আরো বলেন ঘটনাটা কিছুদিন আগের । নড়াগাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন জানান, নির্যাতনের বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন