নড়াইল প্রতিনিধিঃ
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধি জনগণ’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও সমাজ সেবা আধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনাসভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা আধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না,নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইলের সৌজন্যে বিনামুল্যে বিভিন্ন প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ট্রাই সাইকেল ০১টি ,৩০টি হুইল চেয়ার,কর্ণার চেয়ার ৩টি,ওয়াকার ১টি সহায়ক উপকরণ বিতারণ করা হয়।