হোম খুলনানড়াইল নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন পতিরোধ পক্ষ দিবস পালিত

নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন পতিরোধ পক্ষ দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

‘নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসডামুক্ত বিশ্ব গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন পতিরোধ পক্ষ দিবস উপলক্ষে শোভাযাত্রা,মানববন্ধন ও বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে দলিত সংস্থার বাস্তবায়নে ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় রাইটস অব দলিতস প্রকল্পের আয়োজনে সকাল ১০ টায় শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের রাইটস অব দলিতস প্রকল্প কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বেলা ১১ টায় শহরের শেখ রেজেন্সি গেস্ট হাউজে বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার,তথ্য সেবা কর্মকর্তা আশরাফা আহমেদ হ্যাপি,দলিত সংস্থার ম্যানেজার অডিট এন্ড মনিটরিং ও হেড অফ প্রোগ্রাম (ইনচার্জ) উত্তম কুমার দাস,প্রকল্প ম্যানেজার পুষ্প মালা দাস,টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোছাঃ হোসনেয়ারা,নড়াইল দলিত হরিজন বেদে উন্নয়ন সংস্থার সুমন কুমার দাস,জেলা দলিত যুব ফোরামের সভাপতি শুভংকর কান্তি বিশ্বাস,রাইটস অব দলিত’স

প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,রাইটস অব দলিত’স প্রকল্প’র মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাস বৈরাগী ও দলিত সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন