হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আনন্দ র‌্যালী আর কেক কেটে কালেরকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নড়াইল অফিস :

দেশের জনপ্রিয় দৈনিক কালেরকন্ঠ এর ১৩ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। কালেরকন্ঠ শুভসংঘ নড়াইল জেলা কমিটি এই আয়োজন করে। এ উপলক্ষ্যে ১০ জানুয়ারী(মঙ্গলবার) সকালে নড়াইল ম্যাটার্নিটি রোড় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে চৌরাস্তা প্রদক্ষিন করে। পরে কালেরকন্ঠ জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা আলোচনা অনুষ্ঠিত হয়।

কালেরকন্ঠ শুভসংঘ জেলা সভাপতি ও নড়াইল পৌরমেয়র আনজুমান আরা’র সভাপতিত্বে শুভেচ্ছা জ্ঞাপন করেন নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,প্রফেসর মলয় কান্তি নন্দী,এড.রওশন আরা কবীর প্রমুখ।

নড়াইল জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আাওয়ামীলীগের সভাপতিত এড.সুবাস চন্দ্র বোস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেব থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কালেরকন্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন লায়লা সুমন পশমী,ফারুক হোসেন,সৈয়দ আমীর বাবু,মীর্জা নজরুল ইসলাম,সাংবাদিক অশোক কন্ডু,শরিফুল ইসলাম বাবলু,রেজাউল খবীর,মো.জালাল,বিশ্বনাথ দাস,সাংবাদিক ওমর ফারুক তুষার,সাংবাদিক এস কে সুজয়, সজিব রহমান, গাজী মাহফুজ সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তা বৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন