হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আধুনিক সদর হাসপাতালের ছাদের পলেস্তারা খসে কর্তব্যরত চিকিৎসকের মাথা ফেটে ৪টি সেলাই

নড়াইল অফিস :

নড়াইল সদর হাসপাতালের ১১০ নম্বর কক্ষে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের উপর ছাদের পলেস্তারা খসে গুরুতর আহত হন চিকিৎসক। আহত চিকিৎসকের নাম ডা.সুতপা সাহা,তিনি হাসপাতালের এ এন সি ও পি এনসি(গাইনী) বিভাগে কর্মরত মেডিকেল অফিসার।

২১ জুন সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। চিকিৎসক মাথায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা শেষে কেবিনে ভর্তি আছেন।

জানা গেছে, ডা.সুতপা সাহা হাসপাতালের নিজ ১১০ নম্বর কক্ষে গ্রাউন্ড ফ্লোরে তিনি আউটডোরের গাইনি রোগি দেখছিলেন। হটাৎ করে ছাদ থেকে এক খন্ড পলেস্তারা মাথায় পড়ে ফেটে যায়।

এ সময় তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। ঐ চিকিৎসককে ৭ নম্বর কেবিনে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

চিকিৎসক সুতপা সাহা জানান,রোগী দেখার এক পর্যায়ে হঠাৎ মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যান,পরে বুঝতে পারেন মাথায় ছাদের বড় অংশ খসে পড়েছে। পরে অপারেশন থিয়েটারে নিয়ে সেলাই দেয়া হয়।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, তার অবস্থা এখন আশংকামুক্ত।

তিনি আরও বলেন, হাসপাতালটি পুরোনো হওয়ায় মাঝে মধ্যে পলেস্তারা খসে খসে পড়ে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকেও বিভিন্ন সময় জানানো হয়েছে।

প্রসঙ্গত, নড়াইল সদর হ্সাপাতালটির বর্তমান ভবনটি ১৯৮৫ সালে নির্মিত হয়। নিন্মমানের কাজের কারনে ২০ বছর যেতে না যেতেই এ ভবনের পলেস্তারা খসে খসে পড়তে শুরু করে।

হাসপাতাল কর্তপক্ষ জানান, মাঝে মধ্যেই হাসপাতালের বিভিন্ন কক্ষের ছাদেও পলেস্তারা এভাবে খসে খসে পড়ে। তবে আহত হবার ঘটনা এবারই প্রথম ঘটলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন