নড়াইল অফিস :
লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকার আয়োজনে এবং আজমীর ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ক্যান্সার ও করোনা প্রতিরোধ বিষয় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার বেলা ১১ টায় নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপত্বি করেন ডাঃ অনন্দাতা ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোল্যা ফোরকান আলী,মেডিকেল অফিসার সুভাসিষ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় বক্তরা ক্যান্সার ও করোনা সচেতনতা বিষয়ে নানা আলোচনা করেন। আজমীর এন্টারন্যাশনানের পক্ষ থেকে Jacket Folder,Leaflet,Fasce Mask,Booklet এবং নড়াইল সদর হাসপাতালে মধ্যে একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।