নড়াইল অফিস :
সাধারণ মানুষের খোঁজখবর জানতে নিজ নির্বাচনী এলাকা, প্রিয় জন্মস্থান নড়াইলে অবস্থানরত নড়াইল ২আসনের সংসদ সদস্য, সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা । ২৩ জুন বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণীল আয়োজনে যোগ দেন। দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের রুপগঞ্জ সুলতান মঞ্চ প্রঙ্গনে মহা ধুমধামে বর্ণাঢ্য এ অনুষ্ঠান মালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রিয় নেতা মাশরাফির যোগদানের খবরে এদিন দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমবেত হন অনুষ্ঠান স্থলে। এতে সুলতান মঞ্চ প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়। পরে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দসহ আওয়ামী লীগও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে বিশাল শোভাযাত্রা নড়াইলের গুরুত্বপুর্ণ এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় অংশ নিয়ে মাশরাফি, স্বপ্নের পদ্মসেতু এ অঞ্চলের আর্তসামাজিক অবস্থা আমুল বদলে দেবে বলে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী দলীয় প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানান, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দক্ষিণপশ্চিম অঞ্চলবাসীর স্বপ্নের পদ্মাসেতুর বাস্তব রুপায়নে অন্যন্য ভূমিকার জন্য।
এছাড়াও এসময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সমুন্নত রাখতে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার। বক্তব্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সবশেষে মাশরাফি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন। একে অন্যের মুখে কেক তুলে দেন, প্রানের সংগঠন আওয়ামী লীগের জন্ম দিনের আনন্দ পরস্পর ভাগাভাগি করে নিতে।