হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ

নড়াইল প্রতিনিধি
নড়াইলে অস্ত্র মামলায় শেখ মোঃ নাঈম ওরফে জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। মোঃ নাঈম নড়াইলের লোহাগড়া উপজেলার চর সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার তৈয়বুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ফ্রেরুয়ারী মাসের দুই তারিখে নড়াইলের লোহাগড়া উপজেলার সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার এলাকায় শেখ মোঃ নাঈমের বসত বাড়ী থেকে দেশীয় তৈরী ওয়ান সুটারগানসহ গ্রেফতার করে র‌্যাব-৬। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে র‌্যাব-৬। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালিন মোট ৯জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ দন্ড দেন। সাজা প্রাপ্ত আমাসী শেখ মোঃ নাঈম পলাতক আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন