নড়াইল অফিস :
নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
বাবুল নড়াইলের সদর থানার ভাওয়াখালি গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে।এই রায় ঘোষণা হলেও আসামি পলাতক আছেন। মামলার অপর দুই আসামি মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগষ্ট নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আক্তারুজ্জামান বাবুল বাড়িতে অস্ত্র কেনা-বেচা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে বাবুলের বাড়িতে পুলিশ পৌছালে তারা পালানোর চেষ্ট করে।
এসময় আক্তারুজ্জামান বাবুল, মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে পুলিশ আটক করে । বাবুলের দেহ তল্লাশী করে কোমরে থাকা ৬ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে বাবুলের দেখানো মতে তার শয়ন কক্ষে খাটের নিচ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওইদিনই তৎকালিন এসআই জাহিদুল ইসলাম নড়াইল সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আক্তারুজ্জামান বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক। এবং অভিযোগ প্রমানীত না হওয়া অপর দুই আসামী মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস প্রদান করেন। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।