নড়াইল অফিস:
নড়াইলে সীমান্তের অতন্দ্র প্রহরী (অব) সরকারি চাকুরীজীবী সমবায় সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শহরের একটি র্যালী বের করে। র্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক রিংকন বিশ্বাস,বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জিএম মনসুর আহম্মেদ, বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন,আমন্ত্রিত অতিথি ছিলেন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগ মোঃ মতিয়ার রহমান, এছাড়া খুলনা বিভাগের নেতৃবৃন্দ সহ নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার উৎস জমে থাকা পানির স্থান পরিস্কার রাখা,রাস্তার পাশর্^বর্তী ড্রেন,ফুল ফলগাছের টব নিয়মিত পরিস্তার রাখার পরামর্শ দেন। সংগঠনের পক্ষ থেকে সারা দেশের জেলা শাখা গুলোর উদ্যোগে জনসচেতনতায় কার্যক্রম চালাবে বলে জানানো হয়।