হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সক্রিয় করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজে লাগানোসহ অবসরকালীন সাবেক সহকর্মীদের দিন কেমন কাটছে এ ব্যাপারে খোঁজখরব নিতেই জেলা পুলিশ ব্যতিক্রমী এ সমাবেশের আয়োজন করে।

সোমবার ( ০৬জুন) পুলিশ লাইন্সএ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার তিন শতাধিক প্রাক্তন পুলিশ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সাবেক পুলিশ সদস্যরা তাদের বক্তব্যে অবসরকালীন নানা সুবিধা-সুবিধা সহ সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপারসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা, সাবেক পুলিশ সদস্যদের যে কোন ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বস প্রদানসহ নিজ নিজ এলাকার শান্তি ও সমৃদ্ধি সুসংহত করতে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি কর্মকান্ডের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবির, পুলিশ বিশেষ শাখার ইনচার্য মীর শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন