হোম খুলনানড়াইল নড়াইলে অতি ক্ষুদ্র ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

নড়াইলে অতি ক্ষুদ্র ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নারীসহ ১৬ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) নভেম্বর শহরের আলাদাতপুর একটি গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক পূবালী ব্যাংকের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মোঃ সামসু্দ্দোর সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের উপ-মহাব্যবস্থাপক মহিতোষ সরকার, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, পূবালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ মুনসুর আহমেদ সহ অনেকে।

বক্তারা, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজশর্তে ও কোনরকম হয়রানী ছাড়াই ঋণ প্রদানের অনুরোধ জানান।সমাবেশে জেলার সকল ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন