হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইল অফিস:

নড়াইলে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৩ জুলাই দুপুরে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারী প্রাথমিক স্কুলের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ৮০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় মিঠাপুর বাজারে ঘোরাঘুরি করে রাতে স্কুলের বারান্দায় ঘুমিয়ে থাকত। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

নলদী ইউনিয়নের ক্যাম্প ইনচার্জ এস আই কাজী আব্দুল মান্নান জানান, মৃতদেহের পরিচয় পাওয়া যায় নাই। মৃতদেহ উদ্ধার করে সঠিক মৃত্যূর কারন জানার জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন