নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে একশিশুর মৃত্যু হয়েছে। ২৩ জুন বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোজ হয়। অনেক খোজাখুজি করার পর বাড়ির অদুরে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের আজমল মোল্যার ২ বছরের কন্যা নাম আবিদা।
শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
