নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগে পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
এসময় জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ- সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান সহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
