নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদরের মাইজপাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বুধবার (২১ মে) দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর বুমার বিশ^াস, পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যোৎসাহী সদস্য সিকদার জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, কুদরত-ই-আলমসহ অনেকে। এ সময় নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। কলেজের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।