নড়াইল অফিস:
লোহাগড়া উপজেলার মাইগ্রাম-তেলকাড়া খাল থেকে একটি কুমির আটক করেছে স্থানীয়রা। শনিবার সকালে এটি আটক করা হয়। বিকালে খুলনার বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় গত ২২ অক্টোবর ওই গ্রামের লোকজন মাইগ্রাম-তেলকাড়া খালে দুটি কুমিরের উপস্থিতি লক্ষ্য করেন। খালে কুমিরের উপস্থিতি দেখতে আশেপাশের এলাকার মানুষ খালপাড়ে ভীড় করে। খালে কুমিরের বিচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২৩ অক্টোবর নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ ও বনকর্মী হাসান খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খালে কুমির বিচরণের ভিডিও ধারণ করে বন বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই মধ্যে ওই এলাকার যুবকরা খালের কুমির ধরার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকেন।
শনিবার ( ২৮ অক্টোবর) সকাল ৮ টার দিকে ওই খালের দাসপাড়া এলাকায় মাইগ্রামের সাহসী যুবক ইয়ামিন চৌধুরী,শান্তর নেতৃত্বে ৭/৮ জন যুবক দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে কৌশলে একটি কুমিরকে ধরে ফেলে। ধরার সময় কুমিরটি খালের পাড়ে ছিলো।
পরবর্তীতে বিকালে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যায়।
এ সময় মো: মফিজুর রহমান চৌধুরী বলেন, নড়াইলের লোহাগড়ায় খালে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি ৬ ফুট ৫ ইি লম্বা। এ প্রজাতির কুমির বিলুপ্তপ্রায়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে কুমিরটি সুবিধাজনক স্থানে অবমুক্ত করা হবে বলেও জানান ।