হোম খুলনানড়াইল নড়াইলের মল্লিকপুর গ্রামে দুই সহোদর হত্যা মামলায় ২৯ আসামী জেল হাজতে

নড়াইলের মল্লিকপুর গ্রামে দুই সহোদর হত্যা মামলায় ২৯ আসামী জেল হাজতে

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর হত্যা মামলায় ২৯ আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার সকালে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হয়। এসময় তাদের আরেক ভাই ইরান শেখ গুরুতর জখম হয়। এ ঘটনায় নিহতের ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।

গত ১১ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জিয়ারুল শেখ ও মিরান শেখ নিহত হন। ওই ঘটনায় তাদের আরও এক ভাই ইরান শেখসহ দুপক্ষের ৫ জন আহত হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন